কবিতা আবৃত্তি , একুশে ফেব্রুয়ারি, বাংলা ভাষায় ভিডিও
প্রান টা জুড়িয়ে যায় – যখন শুনি গ্রাম বাংলার গান । কি মধুর বাংলা গানের শুর । মন ভরে যায়, যখন প্রান খুলে কথা বলি মায়ের ভাষায় । গর্ভে বুকটা ভরে যায় , তাদের জন্য – যারা জীবন করেছে দান ভাষার জন্য ।
রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান,
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান ।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি!
ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বাংলা ভাষার মাস,
বাংলা আমার মাতৃভাষা মিটায় মনের আশ।
মনে পড়ে ৫২ এর কথা , মনে পড়ে একুশে ফেব্রুয়ারির কথা, যখন হারিয়েছি আমার ভাইদের, দিয়েছি রক্ত ভাষার জন্য।
রক্তে কেনা বাংলা আমার লক্ষ শহীদের দান,
তবুও কেনো বন্ধু তোমার বিদেশের প্রতি টান ?
সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে ,
বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে।
ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা। তাই সকল ভাষা শহীদদের স্মরণে একুশে ফেব্রুয়ারী।
বেঁচে থাকুক ভাষা শহীদরা সকল বাঙ্গালীর মনে। সবাইকে একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা।
যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা আমরা তাদের কখনো ভুলবো না।
মোদের গর্ব মোদের আশা আহা মরি বাংলা ভাষা। একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা।