ফাতিহা আয়াত | বেবি টিউবের স্ট্র্যাটেজিক পার্টনার
249
1
5,048 Views·
11/14/21
In
Educational
তথ্যপ্রযুক্তির এই যুগে বেশিরভাগ শিশু-কিশোরই এখন ইন্টারনেটে সময় কাটাতে অভ্যস্ত হয়ে উঠছে। বিনোদনের মাধ্যম হিসেবেও ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে তারা। অনেক সময় আপত্তিকর অনেক ভিডিও তাদের সামনে চলে আসে। অভিভাবকরাও এ নিয়ে দুশ্চিন্তায় থাকেন। সন্তানকে নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তার অবসান ঘোচাতে এলো বেবিটিউব।
আমি ফাতিহা আয়াত বেবি টিউবের সাথে আছি স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে। আমরা চাই প্রতিটি শিশু-কিশোর প্রযুক্তির দুনিয়ায় সুস্থ থাকুক। সে সুস্থতা নিশ্চিত হোক বেবিটিউবের মাধ্যমে। অভিভাবকরা যেন নিশ্চিন্তে সন্তানদের হাতে মোবাইল বা ডিজিটাল ডিভাইসগুলো দিতে পারেন এবং দেশের প্রতিটি শিশু-কিশোরকে যেন নিরাপদ ইন্টারনেটের আওতায় আনা যায় সেটাই আমাদের পরিকল্পনা।
Show more
মাশা-আল্লাহ, মা ফাতিহা আয়াত এর ভিডিও ইউটিউব থেকে দেখে বেবিটিউব ইনস্টল করলাম।
মাশাআল্লাহ ফাতিহা আয়াতের জন্য শুভকামনা রহিল আল্লাহ হাফেজ।
good
Thanks dear.
Very good