Top videos
খুকি ও কাঠবিড়ালি
-----------------
............. কাজী নজরুল ইসলা
কাঠবিড়ালি ! কাঠবিড়ালি ! পেয়ারা তুমি খাও ?
গুড়-মুড়ি খাও ? দুধ-ভাত খাও ? বাতাবি-নেবু ? লাউ ?
বিড়াল-বাচ্চা কুকুর-ছানা ? তাও-
ডাইনি তুমি হোঁৎকা পেটুক,
খাও একা পাও যেথায় যেটুক !
বাতাবি-নেবু সকলগুলো
একলা খেলে ডুবিয়ে নুলো !
তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্ পাটুস্ চাও ?
ছোঁচা তুমি ! তোমার সঙ্গে আড়ি আমার ! যাও !
কাঠবিড়ালি ! বাঁদরীমুখী ! মারবো ছুঁড়ে কিল ?
দেখবি তবে ? রাঙাদা’কে ডাকবো ? দেবে ঢিল !
পেয়ারা দেবে ? যা তুই ওঁচা !
তাই তো তোর নাকটি বোঁচা !
হুত্মো-চোখী ! গাপুস গুপুস্
একলাই খাও হাপুস্ হুপুস !
পেটে তোমার পিলে হবে ! কুড়ি-কুষ্টি মুখে !
হেই ভগবান ! একটা পোকা যাস্ পেটে ওর ঢুকে !
ইস্ ! খেয়ো না মস্তপানা ঐ সে পাকাটাও !
আমিও খুবই পেয়ারা খাই যে ! একটি আমায় দাও !
কাঠবিড়ালি ! তুমি আমার ছোড়দি’ হবে ? বৌদি হবে ? হুঁ !
রাঙা দিদি ? তবে একটা পেয়ারা দাও না ! উঃ !
এ রাম ! তুমি ন্যাংটা পুঁটো ?
ফ্রকটা নেবে ? জামা দুটো ?
আর খেয়ো না পেয়ারা তবে,
বাতাবি-নেবুও ছাড়তে হবে !
দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুঠ ? অ’মা দেখে যাও !-
কাঠবিড়ালি ! তুমি মর ! তুমি কচু খাও !
হাট্টিমা টিম টিম বাংলা কবিতা
হাট্টিমা টিম টিম
তারা মাঠে পাড়ে ডিম ।
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমা টিম টিম ।
তথ্যপ্রযুক্তির এই যুগে বেশিরভাগ শিশু-কিশোরই এখন ইন্টারনেটে সময় কাটাতে অভ্যস্ত হয়ে উঠছে। বিনোদনের মাধ্যম হিসেবেও ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে তারা। অনেক সময় আপত্তিকর অনেক ভিডিও তাদের সামনে চলে আসে। অভিভাবকরাও এ নিয়ে দুশ্চিন্তায় থাকেন। সন্তানকে নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তার অবসান ঘোচাতে এলো বেবিটিউব।
আমি ফাতিহা আয়াত বেবি টিউবের সাথে আছি স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে। আমরা চাই প্রতিটি শিশু-কিশোর প্রযুক্তির দুনিয়ায় সুস্থ থাকুক। সে সুস্থতা নিশ্চিত হোক বেবিটিউবের মাধ্যমে। অভিভাবকরা যেন নিশ্চিন্তে সন্তানদের হাতে মোবাইল বা ডিজিটাল ডিভাইসগুলো দিতে পারেন এবং দেশের প্রতিটি শিশু-কিশোরকে যেন নিরাপদ ইন্টারনেটের আওতায় আনা যায় সেটাই আমাদের পরিকল্পনা।
শিশুদের জন্য অংকন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ
বেবিটিউবের জন্য শুভকামনা জানিয়েছেন চাঁদপুর পৌরসভার মাননীয় মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
বাবুরাম সাপুড়ে বাংলা কবিতা
বাবুরাম সাপুড়ে,
কোথা যাস্ বাপুরে?
আয় বাবা দেখে যা,
দুটো সাপ রেখে যা !
যে সাপের চোখ নেই,
শিং নেই নোখ্ নেই,
ছোটে না কি হাঁটে না,
কাউকে যে কাটে না,
করে নাকো ফোঁস ফাঁস,
মারে নাকো ঢুঁশঢাঁশ,
নেই কোন উৎপাত,
খায় শুধু দুধ ভাত-
সেই সাপ জ্যান্ত
গোটা দুই আনত ?
তেড়ে মেরে ডাণ্ডা
ক'রে দেই ঠাণ্ডা ।
Meet the whiz kid Shiva, who lives in a city named Vedas. Watch him fight the villains who are out to damage the city on his superbike that can fly as well as float on water. Together with his three friends and pet dog, they are indomitable.
আয় রে আয় টিয়ে বাংলা কবিতা
আয় রে আয় টিয়ে
নায়ে ভরা দিয়ে
না’ নিয়ে গেল বোয়াল মাছে
তাই না দেখে ভোঁদড় নাচে
ওরে ভোঁদড় ফিরে চা
খোকার নাচন দেখে যা।
খোকা গেছে মাছ ধরতে বাংলা কবিতা
খোকা গেছে মাছ ধরতে
ক্ষীর নদীর কূলে,
ছিপ নিয়ে গেল কলা ব্যাঙে
মাছ নিয়ে গেল চিলে।
Kukur Bajai Tumtumi (কুকুর বাজায় টুমটুমি) is a funny Bengali rhymes with the names of several animals. In this song many animals are playing several instruments and creating a special harmony. Hope you enjoy their harmony and dont forget to clap to encourage them. 🐶🐵🕊🐀🐮🐱🐄🐰
কুকুর বাজায় টুমটুমি, বেশ কয়েকটি প্রাণীর নাম নিয়ে একটি মজার বাংলা রাইমস। এই গানে বিভিন্ন প্রাণী তাদের যন্ত্র বাজানোর মধ্যে দিয়ে এক বিশেষ সাদৃশ্য তৈরি করছে। আপনি তাদের অনুষ্ঠান উপভোগ করুন এবং তাদের উত্সাহিত করতে হাততালি দিতে ভুলবেন না যেন। 🐶🐵🕊🐀🐮🐱🐄🐰
খোকা ঘুমালো পাড়া জুড়ালো
বর্গী এলো দেশে।
বুলবুলিতে ধান খেয়েছে
খাজনা দেবো কিসে?
ধান ফুরুল, পান ফুরুল
খাজনার উপায় কী?
আর কটা দিন সবুর কর
রসুন বুনেছি।
আম পাতা জোড়া-জোড়া বাংলা কবিতা
আম পাতা জোড়া-জোড়া,
মারবো চাবুক চড়বো ঘোড়া।
ওরে বুবু সরে দাঁড়া,
আসছে আমার পাগলা ঘোড়া।
পাগলা ঘোড়া ক্ষেপেছে,
চাবুক ছুঁড়ে মেরেছে।
আয় বৃষ্টি কষে আমরা আছি বসে
তাঁতির বাড়ি
------------
তাঁতির বাড়ি ব্যাঙের বাসা
কোলা ব্যাঙের ছাতা
খায় দায় গান গায়-
“তা রে না রে না ।
খোকন খোকন ঘরে নাই
মুঘল বা মোগল সাম্রাজ্য, ছিল ভারত উপমহাদেশের একটি সাম্রাজ্য।[১০][১১] প্রায় দুই শতাব্দী ধরে সাম্রাজ্য পশ্চিমে সিন্ধু অববাহিকার বাইরের প্রান্ত, উত্তর-পশ্চিমে আফগানিস্তান এবং উত্তরে কাশ্মীর, পূর্বে বর্তমান আসাম ও বাংলাদেশের উচ্চভূমি এবং দক্ষিণ ভারতের ডেকান মালভূমির উপভূমি পর্যন্ত বিস্তৃত ছিল। মুঘল সাম্রাজ্য মূলতঃ পারস্য ও মধ্য এশিয়ার ভাষা, শিল্প ও সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল।
তাই তাই তাই বাংলা কবিতা
তাই তাই তাই
মামা বাড়ি যাই।
মামাই দিল তিনটে পিঠে
পিঁড়াই বসে খায়।
আমি খায় বাবায় খায়
আরোও খায় ছোট মাসি।
তিন জনাতে খেয়ে খেয়ে
করি হাসাহাসি।
হেসে হেসে পেট ছিঁড়ে যায়
নয়ন জলে গা বহে যায়
পড়ে অশ্রু রাশি রাশি।
এমন সময় কোন দিলে
এলো বড়ো মাসি।
বন্ধ হলো সবার এবার
মহাখুশির হাসি।
মামায় দিল লাল জামাটা
মামিয়ে দিল ধূতি।
মাসিয়ে দিল জুতো জোড়াটা
দাদায় দিল বাঁশি।
বিদায় বিদায় বিদায় চাই
বাবার সাথে বাড়ি যাই।
ও মামা মামী ও মাসি
এখন তোমরা রয়ো খুশি।
তাই তাই তাই .......মামা বাড়ি যাই।
আয় আয় চাঁদ মামা বাংলা কবিতা
আয় আয় চাঁদ মামা
টিপ দিয়ে যা
চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা।
ধান ভানলে কুঁড়ো দেব
মাছ কাটলে মুড়ো দেব
কাল গাইয়ের দুধ দেব
দুধ খাবার বাটি দেব
চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা।
তোতা পাখি --বাংলা কবিতা
আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মউ,
কথা কও না কেন বউ ?
কথা কব কী ছলে,
কথা কইতে গা জ্বলে !
ছোটদের ইসলামিক কয়েকটি হাদিস বলেছে সামির।