
FAATIHA AAYAT
|Subscribers
Latest videos
ঝিনাইদাহ সরকারী কে সি কলেজের ২০২১ সালের এইচএসসি ১ম বর্ষের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ফাতিহা আয়াতকে নিয়ে প্রশ্ন
রহমতময় বৃষ্টি ও কল্যাণময় সূরা ফাতিহা'র বরকতে বেড়ে উঠুক আমাদের ফাতিহা'রা।
Faatiha Aayat | The Glasgow Climate Pact appears to be a suicide pact. This was a complete greenwash. This was a loud slap on the face of us. It is a hollow and unacceptable substitute for real zero emissions targets.
আমি ঠিক বুঝিনা পাঠ্যপুস্তকে এত কঠিন করে লিখার থাকে কেন? তরিৎযোজী বন্ধন এর সংজ্ঞায় কি লিখা আছে দেখেন - "নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় কোনো পরমাণুর যোজন কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ধনাত্বক আয়ন এবং ঐ বর্জিত ইলেকট্রন অন্য একটি মৌলের পরমাণু গ্রহণ করে ঋনাত্বক আয়নে পরিণত হলে বিপরীত আধান বিশিষ্ট ওই আধানদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ আকর্ষণের বলের প্রভাবে উৎপন্ন রাসায়নিক বন্ধনকে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন বলে"। কি বুঝলেন?
Faatiha Aayat | এই বক্তব্যের মাঝে যেটুকু তথ্যগত ত্রুটি আছে তা নিশ্চয়ই মহান আল্লাহ'তায়ালা ক্ষমা করে দিবেন। এখানে আমার প্রতি যে দোয়া ও ভালোবাসা প্রদর্শন করা হয়েছে সেটুকুই যেন তিনি কবুল করে নেন। আমিন।
সূরা আল-ইমরানের ১৮৮ নং আয়াতে আল্লাহ বলেন - اَ تَحْسَبَنَّ الَّذِينَ يَفْرَحُونَ بِمَا أَتَواْ وَّيُحِبُّونَ أَن يُحْمَدُواْ بِمَا لَمْ يَفْعَلُواْ فَلاَ تَحْسَبَنَّهُمْ بِمَفَازَةٍ مِّنَ الْعَذَابِ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ - যারা নিজেদের কৃতকর্মে সন্তষ্ট হয় এবং তারা যা করেনি তার জন্য প্রশংসিত হতে পছন্দ করে, তুমি তাদেরকে আযাব থেকে মুক্ত মনে করো না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
তথ্যপ্রযুক্তির এই যুগে বেশিরভাগ শিশু-কিশোরই এখন ইন্টারনেটে সময় কাটাতে অভ্যস্ত হয়ে উঠছে। বিনোদনের মাধ্যম হিসেবেও ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে তারা। অনেক সময় আপত্তিকর অনেক ভিডিও তাদের সামনে চলে আসে। অভিভাবকরাও এ নিয়ে দুশ্চিন্তায় থাকেন। সন্তানকে নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তার অবসান ঘোচাতে এলো বেবিটিউব।
আমি ফাতিহা আয়াত বেবি টিউবের সাথে আছি স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে। আমরা চাই প্রতিটি শিশু-কিশোর প্রযুক্তির দুনিয়ায় সুস্থ থাকুক। সে সুস্থতা নিশ্চিত হোক বেবিটিউবের মাধ্যমে। অভিভাবকরা যেন নিশ্চিন্তে সন্তানদের হাতে মোবাইল বা ডিজিটাল ডিভাইসগুলো দিতে পারেন এবং দেশের প্রতিটি শিশু-কিশোরকে যেন নিরাপদ ইন্টারনেটের আওতায় আনা যায় সেটাই আমাদের পরিকল্পনা।